ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

করোনায় পাঁচ বিভাগ মৃত্যু শূন্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
করোনায় পাঁচ বিভাগ মৃত্যু শূন্য

ঢাকা: দেশে করোনার সংক্রমণ কমে এসেছে। ফলে কমছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।

২৪ ঘণ্টায় সারাদেশে প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন মাত্র চার জন। আশার খবর হচ্ছে ২৪ ঘণ্টায় দেশের ৮ বিভাগের মধ্যে পাঁচ বিভাগে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়নি।

শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২৩২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ১৩৯ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৮০৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত চার জনের মধ্যে ঢাকা বিভাগে ২ জন, চট্টগ্রাম বিভাগে একজন, বরিশাল বিভাগে একজন। ফলে রাজশাহী, খুলনা, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে কেউ মারা যায়নি। মৃত চারজনই সরকারি হাসপাতালে মারা যান।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন রয়েছেন। মৃতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী।   
              
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২১
আরকেআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।