ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

মমেকে করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
মমেকে করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু মমেকে করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ‍্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার ফখরুদ্দিন আহমেদ (৭০), নাজমা বেগম (২৭), নেত্রকোনা বারহাট্টা উপজেলার জেসমিন আক্তার (৩৫) ও পূর্বধলা উপজেলার আব্দুল লতিফ (৬০)।

এ নিয়ে চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৯৯ জনের মৃত্যু হলো।

ডা. মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ১২ জন রোগী ভর্তি হয়েছেন। এনিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ৬১ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিউতে চিকিৎসাধীন আছেন একজন। এছাড়াও সুস্থ হয়ে ৭ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৩৬টি নমুনা পরীক্ষায় ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ২১ শতাংশ।

প্রসঙ্গত, এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭২ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৪৮৪ জন।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।