ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

রাজশাহী মেডিক্যালে ক্লাস শুরু ৮ নভেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
রাজশাহী মেডিক্যালে ক্লাস শুরু ৮ নভেম্বর

রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজে (রামেক) বিডিএস কোর্সে প্রথমম বর্ষে ভর্তি শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস শুরু হবে ৮ নভেম্বর।  

সোমবার (১ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. নওশাদ আলী এ তথ্য জানান।

 

অধ্যক্ষ বলেন, ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের ৮ নভেম্বর সকাল ১০টায় মেডিক্যাল কলেজের আমির উদ্দিন লেকচার গ্যালারিতে আসতে হবে। সেখানে বিডিএস কোর্সের প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে। একই সাথে নবাগত শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।  

সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে নবাগত শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন ডা. মো. নওশাদ আলী।

প্রসঙ্গত, নবাগত শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদেরকেও আবশ্যিকভাবে ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সূত্রে অনুরোধ জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০২১
এসএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।