ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

খাগড়াছড়িতে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২১
খাগড়াছড়িতে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা।

কর্মশালায় অংশ নেন খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র মো. শাহ আলম, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা মেমং মারমা প্রমুখ।

কর্মশালার শুরুতে স্বাস্থ্য বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রবন্ধে দৈনন্দিন জীবনে স্বাস্থ্য সচেতনতা, স্বাস্থ্যকর খাবার গ্রহণ ও নিয়মিত শরীরচর্চা, শারীরিক শ্রম বিষয়ে গুরুত্বারোপ এবং অস্বাস্থ্যকর খাবার কীভাবে মানুষের দেহে রোগ সৃষ্টি করতে পারে সে বিষয়ে আলোকপাত করা হয়।

এ সময় বক্তারা পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার খাওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২১
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।