ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

১৫ লাখ টিকা উপহার দিচ্ছে সৌদি আরব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
১৫ লাখ টিকা উপহার দিচ্ছে সৌদি আরব

ঢাকা: বাংলাদেশকে প্রায় ১৫ লাখ টিকা উপহার দিচ্ছে সৌদি আরব। আর ৩৩ লাখ টিকা উপহার দিচ্ছে পোল্যান্ড।

 

মঙ্গলবার ( ৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ রিলিফ ফান্ড থেকে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিচ্ছেন। আগামী ২/৩ দিনের মধ্যে এই টিকার চালান বাংলাদেশে পৌঁছাবে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে ।

এদিকে পোল্যান্ড ৩৩ লাখ অ্যাস্ট্রেজেনেকার টিকা উপহার দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের আওতায় পোল্যান্ড এই টিকা বাংলাদেশকে দেবে।

বাংলাদেশ সময়: ০২০৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।