ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

শেবাচিমে নেই নতুন করোনা রোগী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
শেবাচিমে নেই নতুন করোনা রোগী ছবি: সংগৃহীত

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী ভর্তি হয়নি। এ সময়ের মধ্যে চিকিৎসাধীন কোনো রোগীর মৃত্যুও হয়নি।

বুধবার (১০ নভেম্বর) এ তথ্য জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১৩ জন রোগী। একজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তাই বুধবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন মোট ১২ জন।

মেডিক্যাল কলেজের আরটি পিসিআর ল্যাবে ১০৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে কারো করোনা শনাক্ত হয়নি। শনাক্তের হার শূন্য শতাংশ। ২০২০ সালের ৮ এপ্রিল বরিশালে পিসিআর ল্যাব চালুর পর থেকে এ নিয়ে তিনদিন করোনা শনাক্তের হার শূন্যের কোটায় নেমেছে। গত ৫ জুলাই পিসিআর ল্যাবে সর্বাধিক ৭৩.৯৪ শতাংশ করোনা শনাক্ত হয়েছে।

২০২০ সালের ১৭ মার্চ করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত সেখানে ৭ হাজার ৩শ’ ৭৬ জন রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক হাজার ৪শ’ ৩১ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২১
এমএস/জেডএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।