ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

করোনায় আরও ৫ জনের মৃত্যু 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
করোনায় আরও ৫ জনের মৃত্যু 

ঢাকা: দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২১ জনের।

শুক্রবার (১২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৭ হাজার ৯১২ জন। আর করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭২ হাজার ১২৭ জনের।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ২৩১টি নমুনা। নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ।  

নিহতদের মধ্যে ঢাকা বিভাগে দুজন, চট্টগ্রামে দুজন এবং খুলনায় একজন। নিহত পাঁচজনই পুরুষ।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২১
এসই/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।