ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ঝিনাইদহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মাদরাসাছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
ঝিনাইদহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মাদরাসাছাত্রের মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সাঈদ হোসেন (১৪) নামে মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) সকালে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

সে কুষ্টিয়া জেলার ইবি থানার রসুলপুর গ্রামের বাবলু মণ্ডলের ছেলে ও ঝিনাইদহ ব্যাপারিপাড়া মোহাম্মদিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল।

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বাংলানিউজকে জানান, শনিবার সকালে ডায়রিয়ায় আক্রান্ত সাঈদকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত ৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর সংখ্যা বাড়ছে। বাড়তি রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে ডাক্তার ও নার্সরা। হাসপাতালে শয্যা না পেয়ে মেঝে ও করিডোরে চিকিৎসা নিতে হচ্ছে তাদের। আক্রান্ত এলাকার মানুষকে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।