ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

গাজীপুরে ৬ লক্ষাধিক শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
গাজীপুরে ৬ লক্ষাধিক শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

গাজীপুর: গাজীপুর জেলায় ৬ লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১১-১৪ ডিসেম্বর ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হবে।

 

গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গাজীপুর সিটি করপোরেশনসহ গাজীপুরের ৫টি উপজেলায় এক হাজার ৪২৯ কেন্দ্রে ওই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।  

তিনি জানান, ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৬৭ হাজার শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৫ লাখ ৩৫ হাজার ৫০০ শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। এতে ২ হাজার ৮৫৮ স্বাস্থ্য কর্মী নিয়োজিত থাকবেন।  

বাংলাদেশ সময়: ০২২৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
আরএস/এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।