ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

শেবাচিমের সার্জারি ওয়ার্ডের মে‌ঝে ছে‌ড়ে চক্ষু বিভা‌গে দগ্ধরা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
শেবাচিমের সার্জারি ওয়ার্ডের মে‌ঝে ছে‌ড়ে চক্ষু বিভা‌গে দগ্ধরা

বরিশাল: ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লের বার্ন ইউ‌নিট বন্ধ থাকায় অভিযান-১০ ল‌ঞ্চের অগ্নিদগ্ধ যাত্রীদের  সার্জারি ইউ‌নি‌টের মে‌ঝে‌তে চি‌কিৎসা নি‌তে হ‌চ্ছে। ত‌বে দুপুর গড়া‌নোর পর জায়গা সঙ্কটের কারণে অগ্নিদগ্ধ কিছু রোগীকে হাসপাতা‌লের চতুর্থ তলার চক্ষু বিভা‌গে স্থানান্তর ক‌রে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুর আড়াইটা থে‌কে পঞ্চম তলার সার্জারি ইউ‌নিটের মে‌ঝে‌তে থাকা অগ্নি রোগী‌দের চক্ষু বিভা‌গে স্থানান্তর শুরু হয়।

এদি‌কে হাসপাতা‌লের ডাক্তার ও নার্সদের পাশাপা‌শি চি‌কিৎসায় সহায়তা কর‌ছে স্বেচ্ছা‌সেবী ক‌য়েক‌টি সংগঠন। ইতোম‌ধ্যে তারা রোগী‌দের চি‌কিৎসা সেবা দেওয়ার পাশাপা‌শি খাবার ও কম্বল বিতরণ ক‌রে‌ছেন।

চক্ষু বিভা‌গে কিছু রোগী‌ স্থানান্ত‌রের পর ব‌রিশাল-১ আস‌নের এমপি ও পার্বত‌্য শা‌ন্তি চু‌ক্তি ক‌মি‌টির আহ্বায়ক আবুল হাসানাত আব্দুল্লাহ, বরগুনার-৩ আস‌নের এমপি শওকত হাচানুর রহমান রিমন, ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ রোগী‌দের সার্বিক খোঁজ নিচ্ছেন ও সহায়তার আশ্বাস দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৪,২০২১
এমএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।