ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

দেশে আরও একজনের শরীরে ওমিক্রন 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
দেশে আরও একজনের শরীরে ওমিক্রন 

ঢাকা: দেশে আরেকজনের শরীরে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে।  

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়।

তিনি এখন ঢাকায় রয়েছেন। তার বয়স ৫৬ বছর।

সোমবার (২৭ ডিসেম্বর) করোনার জিনোম উন্মুক্তবৈশ্বিক তথ্যভাণ্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটায় (জিআইএসএআইডি) জমা পড়া এক নমুনায় এ তথ্য জানা গেছে।  

বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস (আইদেশি) এই নমুনা সংগ্রহ ও এ সংক্রান্ত তথ্য পাঠিয়েছে।

এর আগে জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুজন খেলোয়াড় ওমিক্রন শনাক্ত হয়। অমিক্রনে আক্রান্ত দুজনই অবশ্য সুস্থ হয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছেন।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
আরকেআর/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।