ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ঢাকায় আরও এক নারীর ওমিক্রন শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
ঢাকায় আরও এক নারীর ওমিক্রন শনাক্ত

ঢাকা: করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনে দেশে আরও এক নারী সংক্রমিত হয়েছেন। ফলে দেশে মোট  চারজন ওমিক্রনে আক্রান্ত হলেন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে করোনা ভাইরাসের জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএআইডি) থেকে এ তথ্য জানানো হয়।  

গত ২০ ডিসেম্বর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) ওই নারীর নমুনা সংগ্রহ করে এবং এ সংক্রান্ত তথ্য জিআইএসএআইডির কাছে পাঠায়।

জিআইএসএআইডির তথ্য থেকে জানা যায়, ওমিক্রনে আক্রান্ত নারীর বয়স ৩৩ বছর। তিনি এখন ঢাকায় রয়েছেন।  

এর আগে সোমবার (২৭ ডিসেম্বর) ঢাকার আরেক ব্যক্তি ওমিক্রনে সংক্রমণের খবর জিআইএসএআইডির তথ্য থেকে জানা যায়। তার বয়স ছিল ৫৬ বছর।

এর আগে জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্যের ওমিক্রন শনাক্ত হয়। তারা দু’জনই ইতোমধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।