ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

করোনার বুস্টার ডোজ পেল ৭৭০৬৫ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২২
করোনার বুস্টার ডোজ পেল ৭৭০৬৫ জন

ঢাকা: করোনা ভাইরাস প্রতিরোধে শনিবার (১ জানুয়ারি) পর্যন্ত ৭৭ হাজার ৬৫ জনকে টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

শনিবার (১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, এদিন মোট ৩৪ হাজার ৬১ জনকে টিকার বুস্টার ডোজ দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছেন পুরুষ ২২ হাজার ৪৭৩ জন এবং নারী ১১ হাজার ৫৮৮ জন। এর আগে ৩১ ডিসেম্বর পর্যন্ত বুস্টার ডোজ দেওয়া হয় মোট ৪৩ হাজার চার জনকে। ফলে এযাবৎ মোট ৭৭ হাজার ৬৫ জনকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া হয়।

এছাড়াও এদিন দেশব্যাপী তিন লাখ ১৩ হাজার ৯৯৯ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়। এযাবৎ প্রথম ডোজ টিকা পেয়েছেন সাত কোটি ৪১ লাখ ৬২২ জন। এদিন পাঁচ লাখ ৬৪ হাজার ৭৯৫ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়। এযাবৎ দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন মোট পাঁচ কোটি ২৩ লাখ ৬৫ হাজার ৮৪৭ জন।

পাশাপাশি এদিন ৪৪ হাজার ৫৪০ জন শিক্ষার্থীকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়। এযাবৎ মোট ৩৬ লাখ ৩৯ হাজার ১৫০ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। এদিন দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১১ হাজার ৬৬৫ জন শিক্ষার্থীকে। এযাবৎ তিন লাখ ৭১ হাজার ৯১০ জন শিক্ষার্থীকে দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন।

দেশের বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে এদিন মোট এক লাখ তিন হাজার ৪৩৪ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়। কমিউনিটি ক্লিনিকে এযাবৎ প্রথম ডোজ টিকা পেয়েছেন ১ কোটি ৭০ লাখ ৮২ হাজার ২১৬ জন। কমিউনিটি ক্লিনিকে এদিন দ্বিতীয় ডোজ দেওয়া দুই লাখ ৯২ হাজার ৯৭৮ জনকে। কমিউনিটি ক্লিনিকে এযাবৎ দ্বিতীয় ডোজ টিকা পেয়েছেন ৮৭ লাখ ৪৬ হাজার ৯২৮ জন।

বর্তমানে সারা দেশে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, সিনোভ্যাক, ফাইজার এবং মডার্নার টিকা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
আরকেআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।