ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

মমেকে করোনায় আরও ২ মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২২
মমেকে করোনায় আরও ২ মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে করোনা উপর্সগ নিয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। তারা বেশ কয়েক দিন ধরে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার (৩ জানুয়ারি) দুপুরে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আব্দুল বারেক (৫০) ও জামালপুরের মেলান্দহ উপজেলার হনুফা বেগম (৮০)।

মহিউদ্দিন খান মুন জানান, বর্তমানে আইসিইউতে তিন জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৪২ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে তিন জন করোনা পজিটিভ। এছাড়াও ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে এক জনের শরীরে করোনা শনাক্ত হয়।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।