ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ঝালকাঠির নতুন সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২২
ঝালকাঠির নতুন সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন ডা. মোহাম্মদ শিহাব উদ্দিন

ঝালকাঠি: ঝালকাঠিতে নতুন সিভিল সার্জন হিসেবে ডা. মোহাম্মদ শিহাব উদ্দিনকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।  

এর আগে তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

রোববার (০২ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব জাকিয়া পারভিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বর্তমান সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালীকে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ রোগীদের চিকিৎসায় অবহেলার দায়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বুধবার (০৫ জানুয়ারি) তিনি স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।