ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

রামেকে করোনা উপসর্গে বৃদ্ধার মৃত্যু, বাড়ছে রোগী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
রামেকে করোনা উপসর্গে বৃদ্ধার মৃত্যু, বাড়ছে রোগী

রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে।  

শনিবার (০৮ জানুয়ারি) ভোরের দিকে তার মৃত্যু হয়।

নিহতের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তিনি আইসিইউতে ভর্তি ছিলেন।  

শনিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টার মধ্যে ওই একজন রোগীই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তার বয়স ৬১ বছরের ওপরে। করোনার উপসর্গ নিয়ে তিনি হাসপাতালের আইসিইউতে ছিলেন।  

এদিকে, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত ৩১ জন ভর্তি আছেন। এর আগের দিনও এই সংখ্যা ছিল ২৬ জন। অর্থাৎ করোনা ইউনিটে আবারও রোগী বাড়তে শুরু করেছে। করোনা ইউনিটে এই ৩১ জনের মধ্যে রাজশাহীর ১৪ জন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, নওগাঁর তিনজন, নাটোরের চারজন, পাবনার দু’জন, কুষ্টিয়ার একজন, জয়পুরহাটের একজন এবং বগুড়ার দু’জন রোগী ভর্তি রয়েছেন।

এর মধ্যে করোনা রোগী রয়েছেন সাতজন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৭ জন। আর করোনা ধরা পড়েনি এমন ভর্তি রোগী আছেন সাতজন।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২২
এসএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।