ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বোয়ালমারীতে করোনা টিকা পাচ্ছে ৩০ হাজার শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
বোয়ালমারীতে করোনা টিকা পাচ্ছে ৩০ হাজার শিক্ষার্থী টিকা নিচ্ছে শিক্ষার্থীরা

ফরিদপুর: করোনা সংক্রমণ প্রতিরোধী টিকা পাচ্ছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ৩০ হাজার শিক্ষার্থী। ইতোমধ্যে উপজেলাটির মাদরাসা ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া শুরু হয়েছে।

 

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে কোনো রকম হয়রানি ছাড়াই টিকা নিচ্ছে শিক্ষার্থীরা। গত তিন দিনে টিকা নিয়েছে চার হাজার ৩৬০ জন শিক্ষার্থী।

বোয়ালমারীর ৩০ হাজার শিক্ষার্থী টিকা পাওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বাংলানিউজকে বলেন, ১২-১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। গত রোববার (০৯ জানুয়ারি) থেকে শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।