ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

হবিগঞ্জে করোনা শনাক্তের হার ৬৬ শতাংশেরও বেশি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২২
হবিগঞ্জে করোনা শনাক্তের হার ৬৬ শতাংশেরও বেশি

হবিগঞ্জ: হবিগঞ্জ জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছেন আরও ১০ জন। তাদের মধ্যে নবীগঞ্জ থানা ও পুলিশ সুপার কার্যালয়ের দুই সদস্যও রয়েছেন।

বুধবার (১২ জানুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল। নতুন করে আক্রান্তদের ৮ জন হবিগঞ্জ সদর ও ২ জন নবীগঞ্জ উপজেলার বাসিন্দা।

তিনি জানান, এদিন ১৫ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্ত শনাক্তের হার ৬৬.৬৬ শতাংশ।

২০২০ সালের ১১ এপ্রিল হবিগঞ্জে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিলেন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ৬ হাজার ৬৯৫, সুস্থ ৪ হাজার ৫৭৮ ও মারা গেছেন ৪৮ জন।

বাংলাদেশ সময়: ০১৩৯ ঘণ্টা, ১৩ জানুয়ারি, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।