ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

পরিবহন শ্রমিকদের করোনার টিকা দান শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
পরিবহন শ্রমিকদের করোনার টিকা দান শুরু পরিবহন শ্রমিকদের করোনার টিকা দান শুরু, ছবি: ডি এইচ বাদল

ঢাকা: রাজধানীতে পরিবহন শ্রমিকদের করোনাভাইরাসের টিকা দান কর্মসূচি শুরু হয়েছে। শিগগিরই সারাদেশে এ কর্মসূচি গ্রহণ করা হবে।

বুধবার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের করোনা টিকা দান শুরু হয়।

ঢাকা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. ঝুমানা আশরাফি এ বিষয়ে বলেন, রাজধানীর মতো সারাদেশেও শিগগিরই পরিবহন শ্রমিকদের টিকা দেওয়া হবে।  

তিনি আরও বলেন, যাদের জাতীয় পরিচয় পত্র (এনআইডি) নেই, তারা জন্মনিবন্ধনের মাধ্যমে করোনার টিকা নিতে পারবেন। বিআরটিএ ও বিভিন্ন সংগঠনের মাধ্যমে তাদের তালিকা সংগ্রহ করা হবে।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল, শিগগিরই পরিবহন শ্রমিকদের টিকা দেওয়া শুরু হচ্ছে। পরিবহন শ্রমিকদের বিভিন্ন সংগঠনের কাছে শ্রমিকদের তালিকাও চাওয়া হয়েছিল বলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়।  

মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক এ বিষয়ে বলেন, বিআরটিএ এর মাধ্যমে আমরা পরিবহন শ্রমিকদের তালিকা জমা দিয়েছি। আমাদের এখানে প্রায় তিন হাজার শ্রমিক রয়েছেন। এর মধ্যে প্রায় অর্ধেক করোনার টিকা আগেই নিয়েছেন। আজ ১৯৮ জন পরিবহন শ্রমিককে করোনার টিকা দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব শ্রমিককেই টিকা দেওয়া হবে। যারা এখনও আমাদের তালিকার বাইরে রয়েছেন, তাদেরও আমরা তালিকায় আনার চেষ্টা করছি। আমরা সব শ্রমিককে টিকা দেওয়ার ব্যবস্থা করব।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
আরকেআর/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।