ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

চিকিৎসাসেবায় দালাল ও প্রতারক চক্র!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
চিকিৎসাসেবায় দালাল ও প্রতারক চক্র!

নীলফামারী: রংপুরে চিকিৎসাসেবায় ঢুকে পড়েছে শক্তিশালী দালাল ও প্রতারক চক্র। ফলে চিকিৎসা নিতে আসা রোগীরা বিভ্রান্তিতে পড়ছেন।

এতে করে অর্থ ও সময় ব্যয় হচ্ছে রোগীদের কিন্ত কোনো উপকার হচ্ছে না। রংপুরে মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আশেপাশে গড়ে উঠেছে বেসরকারি বিভিন্ন ক্লিনিক ও ডাক্তারের চেম্বার। এসব ক্লিনিক ও চেম্বারকে কেন্দ্র করে দালাল ও প্রতারক চক্র অবাধে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়রা এই চক্রের হাতে পড়েন না। তবে বাইরে থেকে কোনো রোগী এলে বাসস্ট্যান্ডে ও রেলস্টেশনে রোগীদের ভালোমন্দ জিজ্ঞাসা করে পটিয়ে ফেলেন। তারপর নিয়ে যান নির্ধারিত ডাক্তার ও ক্লিনিকে। ডাক্তার রোগীকে দেখে ৬০০ থেকে ৭০০ টাকা ভিজিট নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কাগজ ধরিয়ে দেন। আর এই পরীক্ষা-নিরীক্ষায় ৪/৫ হাজার টাকা ব্যয় হয়। এখানেও সেই ডাক্তারের কমিশন মেলে।

সপ্তাহ, মাস ওষুধ খেয়েও কোনো উপকার হয়না রোগীর। ফলে ফের এলে জানতে পারেন ওই ডাক্তারের হাত ভালো না। আপনি দালাল ও প্রতারকের হাতে পড়েছেন। তারপর ভুক্তভোগীরা ডাক্তার ও ওষুধ বদল করেন। ততদিনে যা ক্ষতি হবার তা হয়েছে।  
নাম প্রকাশে অনিচ্ছুক এক দালাল ও প্রতারক জানান, এই রিকশাটি ডাক্তার সাহেব কিনে দিয়েছেন। আমি রিকশা নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় ঘুরঘুর করি। কোনো রোগী পেলে ওই ডাক্তারের কাছে নিয়ে যাই। বিনিময়ে ২০০ টাকা পাই।

এসব কর্মকাণ্ডে প্রতিষ্ঠিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো দালাল ও প্রতারক থেকে সাবধান থাকার জন্য সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন। তবুও অজানা জায়গায় এসে প্রতারণার শিকার হচ্ছেন রোগীরা। ফলে আরোগ্যের স্থলে জটিল হচ্ছে রোগীদের রোগ।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।