ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ফের করোনায় আক্রান্ত মাহবুব তালুকদার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
ফের করোনায় আক্রান্ত মাহবুব তালুকদার

ঢাকা: করোনা থেকে সেরে ওঠার পাঁচ মাস পর আবারও আক্রান্ত হয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) নির্বাচন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা এ তথ্য জানান।

মাহবুব তালুকদার গত বছরের ১৯ জুন হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ওইদিন রাতে টেস্টে করোনা পজেটিভ হন তিনি।  এরপর প্রথমে আইসিইউ, পরে কেবিনে ভর্তি ছিলেন। একমাস পর ১৮ জুলাই হাসপাতাল থেকে বাসায় ফেরেন। এরপর ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রে যান চিকিৎসার জন্য। ফেরেন ১৫ সেপ্টেম্বর।

সিইসি বলেন, মাহবুব তালুকদার, এনআইডি অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ুন কবীর, পরিচালক মো. নুরুজ্জামান তালুকদারসহ ২০ কর্মকর্তা বর্তমানে করোনায় আক্রান্ত।

এ পর্যন্ত ৩০০ জনের মতো কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া একজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাসহ মারা গেছেন ১০ জন।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
ইইউডি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।