ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ভারতে নাকে দেওয়ার বুস্টার টিকা পরীক্ষার অনুমোদন

স্বাস্থ্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
ভারতে নাকে দেওয়ার বুস্টার টিকা পরীক্ষার অনুমোদন

এবার নাক দিয়ে নেওয়া যাবে এমন টিকা বাজারে আনতে যাচ্ছে কোভ্যাক্সিন টিকা প্রস্তুতকারক ভারতীয় সংস্থা ভারত বায়োটেক। মানবদেহে তৃতীয় পর্যায়ের পরীক্ষার জন্য তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

 

 পেল কোভ্যাক্সিন টিকা প্রস্তুতকারক ভারতীয় সংস্থা ভারত বায়োটেকের নাকের মাধ্যমে নেওয়া বুস্টার টিকা।  

কোভ্যাক্সিনের দু’টি টিকা গ্রহণ করা ব্যক্তিদের ওপর পরীক্ষা করা হবে এই টিকা। সফল হলে দেশজুড়ে বুস্টার টিকা দেওয়া আরও সহজ হবে বলেও জানানো হয়েছে।  

ভারত বায়োটেক বলেছে, করোনার প্রধান সংক্রমণের জায়গা নাক। এই টিকা নাকে প্রতিরোধ শক্তি সৃষ্টি করবে। এই টিকা খুব সহজে নিজে নিজেই নেওয়া যাবে। সূত্র: আনন্দবাজার পত্রিকা

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।