ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ঝিনাইদহ সদর হাসপাতালে ২টি ভেন্টিলেটর সিস্টেম দিল ‍তুরস্ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২২
ঝিনাইদহ সদর হাসপাতালে ২টি ভেন্টিলেটর সিস্টেম দিল ‍তুরস্ক

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর হাসপাতালে ২টি ভেন্টিলেশন সিস্টেম হস্তান্তর করেছে বাংলাদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরান।  

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতালের মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরান।

বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাউয়ূম শাহারিয়ার জাহেদী হিজল।  

সভা শেষে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ রেজাউল ইসলামের কাছে ভেন্টিলেটর হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরান।

এ ভেন্টিলেশনের মাধ্যমে করোনা আক্রান্ত গুরুতর রোগীদের সুচিকিৎসা দেওয়া সম্ভব হবে বলে জানান আয়োজকরা।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।