ঢাকা, বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

রামেক হাসপাতালে করোনায় ২ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
রামেক হাসপাতালে করোনায় ২ জনের মৃত্যু

রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, করোনা ইউনিটে মৃত্যু কমছে। তবে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত দুজন রোগীর মৃত্যু হয়েছে। তাদের একজনের বাড়ি রাজশাহীতে ও অন্যজনের বাড়ি নওগাঁ জেলায়। দুজনই পুরুষ। একজনের বয়স ৪০ এর মধ্যে অন্যজনের বয়স ৬০ বছরের মধ্যে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।

এই ইউনিটে ১৪৬ শয্যার বিপরীতে শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ৫৭ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে করোনা পজিটিভ রোগী রয়েছেন ৪০ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৪ জন। করোনা ধরা পড়েনি এমন রোগী ভর্তি আছেন ৩ জন। এই ৫৭ জনের মধ্যে রাজশাহীর ৩৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নওগাঁর ৮ জন, নাটোরের ৮ জন, পাবনার ১ জন, কুষ্টিয়ার ২ জন ও চুয়াডাঙ্গা ১ জন রোগী আছেন।

এদিকে, শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাজশাহী মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার অনুপাতে বর্তমানে রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার আরও নিম্নমুখী হয়েছে। যার গড় শনাক্তের হার ১০ শতাংশ। এর আগের দিন বৃহস্পতিবার ছিল ১২ দশমিক ৬০ শতাংশ। আর বুধবার ছিল ২২ দশমিক ২২ শতাংশ।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
এসএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।