ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

রাজশাহীতে একদিনে করোনায় মৃত্যু ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
রাজশাহীতে একদিনে করোনায় মৃত্যু ২

রাজশাহী: রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে নাটোরের এক বাসিন্দার মৃত্যু হয়েছে।

এ নিয়ে সংক্রমণ শুরুর পর বিভাগে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৭৩৪। এছাড়া সংক্রমণ শুরুর পর বিভাগে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৭৩৪।

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রাজশাহী বিভাগে করোনা শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ শতাংশ।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গেল ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে একজন রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। এই দুজনই হাসপাতালের আইসিইউতে ছিলেন। তারা দুইজনই নারী।

তাদের একজনের বয়স ৬০ বছরের মধ্যে। অন্যজনের বয়স ষাটোর্ধ্ব।

বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে থাকা ১৪৬ শয্যার বিপরীতে সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৪৯ জন রোগী। এর মধ্যে করোনা আক্রান্ত রোগী রয়েছেন ৩৬ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮ জন। আর করোনা ধরা পড়েনি এমন রোগী ভর্তি আছেন ৫ জন।

এই ৪৯ জন রোগীর মধ্যে রাজশাহীর ২৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নওগাঁর ৮ জন, নাটোরের ৫ জন, পাবনার ২ জন, কুষ্টিয়ার ৪ জন এবং চুয়াডাঙ্গার একজন রোগী রয়েছেন।

এদিকে, সোমবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে- ২০২০ সালের ১০ মার্চ থেকে রাজশাহী বিভাগের আট জেলায় ১ লাখ ১৭ হাজার ৫৩৫ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। একই সময়ে চিকিৎসার পর সুস্থ হয়েছেন ১ লাখ ৬ হাজার ৭২১ জন করোনা আক্রান্ত রোগী। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৯ হাজার ২৬৪ জন।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাবিবুল আহসান তালুকদার বাংলানিউজকে বলেন, বিভাগের আট জেলায় করোনা সংক্রমণ একটু নিম্নমুখী। তবে শনাক্তের হার কমলেও মৃত্যু থামছে না। তাই করোনা প্রতিরোধে দ্রুত ভ্যাকসিন গ্রহণ করতে হবে। এছাড়া করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২২
এসএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।