ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

আজ বিরতিহীনভাবে চলবে গণটিকা: স্বাস্থ্য সচিব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
আজ বিরতিহীনভাবে চলবে গণটিকা: স্বাস্থ্য সচিব

ঢাকা: এক কোটি টিকা দেওয়ার লক্ষ্যে আজ গণটিকা কার্যক্রম বিরতিহীনভাবে চলবে। যতক্ষণ পর্যন্ত মানুষ টিকাকেন্দ্রে আসবে ততক্ষণ টিকা দেওয়া হবে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে টিকাকেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বাস্থ্য সচিব লোকমান হাকিম মিয়া।

তিনি বলেন, প্রথম ডোজের জন্য যে টার্গেট নেওয়া হয়েছে তাতে সবাই সাড়া দিয়েছে।  

প্রথম ডোজের টিকা আজ শেষ না হলে সময় বাড়াবে কিনা এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য সচিব লোকমান হাকিম বলেন, আজকে টার্গেট পূরণ না হলে সময় বাড়ানো হবে কিনা এবিষয়ে সন্ধ্যার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ঢামেক হাসপাতালের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আশরাফুল আলম বলেছেন, জরুরি বিভাগের টিকাকেন্দ্রে উপচে পড়া ভিড়ের কারণে হাসপাতালের বর্হিবিভাগে আরেকটি বুথ খুলে টিকা দেওয়া হচ্ছে।  

ঢামেক হাসপাতালে টিকাকেন্দ্র পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক, উপ পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আশরাফুল আলম।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২২
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।