ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

রামেক হাসপাতালে করোনা উপসর্গে ১ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
রামেক হাসপাতালে করোনা উপসর্গে ১ জনের মৃত্যু

রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা উপসর্গে একজনের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১৫ মার্চ) ভোররাতে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফন করতে বলা হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা। শ্বাসকষ্টসহ নানা শারীরিক জটিলতায় তার মৃত্যু হয়েছে।

গেল ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন কোনো করোনা রোগী ভর্তি হননি। হাসপাতালের করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ১০ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে করোনা পজিটিভ রোগী ভর্তি রয়েছেন একজন। সন্দেহভাজন করোনা রোগী রয়েছেন পাঁচজন। করোনা নেগেটিভ রোগী আছেন চারজন।

গত সোমবার (১৪ মার্চ) রাজশাহী মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাবে মোট ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তবে এতে কারো শরীরে করোনা শনাক্ত হয়নি। ফলে নমুনা পরীক্ষার অনুপাতে রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার শূন্যে নেমেছে।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।