ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

মোংলা পোর্ট পৌরসভাকে অ্যাম্বুলেন্স দিল ভারত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
মোংলা পোর্ট পৌরসভাকে অ্যাম্বুলেন্স দিল ভারত

বাগেরহাট: বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভাকে লাইফ সাপোর্ট সুবিধাযুক্ত আধুনিক প্রযুক্তির অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ভারত।  

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে মোংলা পোর্ট পৌরসভার অস্থায়ী কার্যালয়ে মেয়র শেখ আব্দুর রহমানের কাছে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না।

 

এসময় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর বাংলাদেশে দু’দিনের সফরে এসে স্বাস্থ্যসেবায় উন্নয়ন ও মহামারি করোনা পরিস্থিতি যৌথভাবে মোকাবিলার জন্য বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় ভারত সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভাকে একটি অ্যাম্বুলেন্স দেওয়া হলো।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।