ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বরিশালে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
বরিশালে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা

বরিশাল: বরিশালে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে। চলমান তাপমাত্রা অব্যাহত থাকলে রোগীর সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বরিশাল সদর (জেনারেল) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। সব মিলিয়ে চিকিৎসা নিচ্ছেন মোট ৩৫ জন রোগী। আর গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র দেওয়া হয়েছে ১৮ জনকে।

রোগীরা বলছেন, বমি এবং পাতলা পায়খানা হওয়ায় বাড়িতেই প্রাথমিক চিকিৎসা নিচ্ছিলেন তারা। পরে অবস্থার অবনতি হলে  হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসা পেয়ে সুস্থবোধ করছেন।

দা‌য়িত্বরত সেবিকারা বলছেন, ডায়রিয়া রোগীর চিকিৎসায় হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন এবং অ্যান্টিবায়োটিক ওষুধ আছে। তারা রোগীদের সুস্থ করে তোলার জন্য কাজ করছেন।

বাংলা‌দেশ সময়: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
এমএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।