ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ফরিদপুরে আরো একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা

হারুন-অর-রশীদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
ফরিদপুরে আরো একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা

ফরিদপুর: ফরিদপুরে চিকিৎসা অবহেলা ও অনিয়মের অভিযোগে 'আল মদিনা প্রাইভেট হাসপাতাল' 'আরামবাগ হাসপাতাল' ও পিয়ারলেস হাসপাতালসহ কয়েকটি হাসপাতাল বন্ধ ঘোষণার রেশ কাটতে না কাটতেই, এবার কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়া পরিচালনা ও চিকিৎসা সেবায় অনিয়মের অভিযোগে ফরিদপুরের 'সততা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার' নামে আরো একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার (১২ এপ্রিল) জেলা শহরের ঝিলটুলীতে অবস্থিত ওই ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়।

ডায়াগনস্টিকটি সকাল ১০ টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।  

এ ব্যাপারে ফরিদপুরের জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান বাংলানিউজকে বলেন, সততা নামের ডায়াগনস্টিক সেন্টারটি কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই পরিচালনা করে আসছে। পরে আমরা জেলা সিভিল সার্জনের নির্দেশে ডায়াগনস্টিক সেন্টারটিতে গিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছি।

সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বাংলানিউজকে বলেন, ওই ডায়াগনস্টিক সেন্টারটি কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই চালাচ্ছে। পরে খবর পেয়ে হাসপাতালটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।