ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

জয়পুরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, মে ১০, ২০২২
জয়পুরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

জয়পুরহাট: জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১০ মে) দুপুরে হাসপাতালের ৪তলা ভবনে এর উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

 

পরে ৫ বেডের ডায়ালাইসিস সেন্টার ও ১০ বেডের আইসিইউ ইউনিট পরিদর্শন করেন হুইপ স্বপন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মণ্ডল ও জেলা পরিবার পরিকল্পার উপ-পরিচালক ডা. জোবায়ের গালিব।  

শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দেন আমন্ত্রিত অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আবু সাঈদ আল মাহমুদ স্বপন তার বক্তব্যে বলেন, ঢাকার বাইরে সর্ব প্রথম সিরাজগঞ্জ এবং দ্বিতীয় জেলা হিসেবে জয়পুরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হলো। এতে জয়পুরহাটসহ আশপাশের জেলাগুলোর মানুষ খুব সহজেই কিডনি জনিত সমস্যা নিয়ে চিকিৎসা নিতে পারবেন।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, মে ১০, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।