ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, মে ২২, ২০২২
বেনাপোল ইমিগ্রেশনে সতর্কতা জারি

বেনাপোল (যশোর): সম্প্রতি বিশ্বে কয়েকটি দেশে ‘মাঙ্কিপক্স’ শনাক্ত হয়েছে। ফলে নতুন এ রোগটি সংক্রমণ রোধে বেনাপোল ইমিগ্রেশনেও সতর্কতা জারি করা হয়েছে।

 

রোববার (২২ মে) বিকেলে বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. লক্ষ্মীন্দর বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় তিনি বলেন, সম্প্রতি আফ্রিকা, ইউরোপ ও আমেরিকারসহ বিশ্বের কয়েকটি দেশে মাঙ্কিপক্স’ শনাক্ত হয়েছে। সম্প্রতি এসব দেশে যেসব যাত্রী ভ্রমণ করেছেন বা সংস্পর্শে গিয়েছেন তাদের শরীরে কোনো ফুসকুড়ি আছে কিনা  তা শনাক্তের জন্য হেলথ স্কিনিং জোরদার করা হয়েছে। এছাড়া এসব পাসপোর্ট যাত্রীদের সন্দেহজনক মাঙ্কিপক্স রোগীর তালিকায় এনে তাদের নিকটস্থ সরকারি হাসপাতালে আইসোলেশনে রাখা হবে। এবং প্রতিটি পাসপোর্ট যাত্রী হেলথ স্কিনিং জোরদার করা হয়েছে।  

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বাংলানিউজকে বলেন, মাঙ্কিপক্স সংক্রমণ রোধে আমাদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে সরকার। তাই  ইমিগ্রেশনের স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি আমরাও বাড়তি নিরাপত্তা জোরদার করেছি।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মে ২২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।