ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বিএসএমএমইউতে মাঙ্কিপক্স শনাক্তের খবর সঠিক নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, মে ২৪, ২০২২
বিএসএমএমইউতে মাঙ্কিপক্স শনাক্তের খবর সঠিক নয়

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মাঙ্কিপক্স রোগী শনাক্ত হয়েছে, এরকম একটি ভুয়া খবর ছড়িয়ে দেওয়া হয়েছে। এই বিষয় কর্তৃপক্ষ বলছে, এটি একটি গুজব।

যদি কেউ ছড়িয়ে থাকে তাহলে এটি সাইবার ক্রাইমের মধ্যে পড়ে।

সোমবার (২৩ মে) রাতে এই বিষয়ে কথা হয় বিএসএমএমইউ পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নজরুল ইসলাম খানের সঙ্গে।

তিনি জানান, এটি সম্পূর্ণ ভুয়া একটি খবর মানে গুজব। যারাই ছড়িয়েছেন আমি মনে করি সেটি একটি সাইবার ক্রাইমের মধ্যে পড়ে। যাই হোক গণমাধ্যমের অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এই মাঙ্কিপক্সের বিষয় নিয়ে, তাদের বলেছি এটি সঠিক তথ্য নয়।

জানা যায়, সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নোয়াখালী জেলা সর্বপ্রথম এমন গুজব ছড়ানো হয়। এরপর বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি ছড়িয়ে যায়।  

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, মে ২৪, ২০২২
এজেডএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।