ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

দুমকি হাসপাতালের সরকারি খাবার স্যালাইন ডাস্টবিনে!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, মে ২৪, ২০২২
দুমকি হাসপাতালের সরকারি খাবার স্যালাইন ডাস্টবিনে! ডাস্টবিন থেকে স্যালাইন কুড়িয়ে নিচ্ছেন এক ব্যক্তি

পটুয়াখালী: পটুয়াখালীর দুমকি ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের শত শত খাবার স্যালাইন ডাস্টবিনে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ মে) সকালে স্থানীয়দের মধ্যে জানাজানি হলে বিষয়টি গণমাধ্যমের নজরে আসে।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে স্যালাইনগুলো ফেলে দেওয়ার পর সাধারণ মানুষ কুড়িয়ে নিয়ে যান।

তাদের অভিযোগ, নার্স ইনচার্জ আয়শা মারজান স্যালাইনগুলো বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখে ফেললে তিনি সেগুলো ডাস্টবিনে ফেলে দেন। স্যালাইনগুলোর মেয়াদ রয়েছে ২০২৫ সাল পর্যন্ত।

নার্স ইনচার্জ আয়শা মারজান জানান, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।

দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর শহিদুল শাহিন জানান, এরই মধ্যে আয়শা মারজানকে শোকজ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মে ২৪, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।