ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

নীলফামারীতে চিকিৎসা সহায়তা পেলেন ৪৫ রোগী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, মে ২৫, ২০২২
নীলফামারীতে চিকিৎসা সহায়তা পেলেন ৪৫ রোগী

নীলফামারী: জটিল রোগে আক্রান্ত নীলফামারী সদর উপজেলার ৪৫ জন রোগীকে চিকিৎসা সহায়তা হিসেবে ২২  লাখ ৫০হাজার টাকার চেক দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে (২৫ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহারের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নূর মোহাম্মদ।

এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন ও সাংবাদিক নূর আলম উপস্থিত ছিলেন।

সমাজ সেবা কার্যালয় সূত্র জানায়, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ করা হয়।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, শেখ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান, জটিল রোগের অনুদান হিসেবে প্রত্যেককে ৫০হাজার টাকার চেক দেওয়া হয়।

বাংলাদেশ সময় ১৫৪৮ ঘণ্টা, মে ২৫, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।