ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

খাগড়াছড়িতে দুই ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, মে ২৮, ২০২২
খাগড়াছড়িতে দুই ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা শহরে দুই ভুয়া চিকিৎসককে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদরের মেহেদীবাগ ও নারিকেল বাগান এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ  আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাকিল বলেন, বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন ছাড়া ইমদাদুল হক লাবু ও এস কে ধর নামে দুই ব্যক্তি চেম্বার পরিচালনা করছিলেন। এছাড়াও মেয়াদোর্ত্তীণ ওষুধ ব্যবহারের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। তাদের ছয় মাস কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

অনিবন্ধিত চিকিৎসক, ডায়াগনিস্টক সেন্টার এবং ক্লিনিকগুলোতে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মে ২৮, ২০২২
এডি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।