ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মিলল মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, মে ৩০, ২০২২
ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মিলল মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট

রাজশাহী: রাজশাহীতে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুসন্ধানে অভিযান শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ৭২ ঘণ্টার শেষ দিন রোববার (২৯ মে) মহানগর ও উপজেলা পর্যায়ে অভিযান চালানো হয়।

এর মধ্যে মহানগরের অভিযানে জেলা সিভিল সার্জনের কার্যালয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে নিয়ে অভিযান চালায়।

অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের দায়ে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভবিষ্যতের জন্য সতর্কও করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, তিনি এবং একই প্রতিষ্ঠানের সহকারী পরিচালক (মেট্রো) ওসমান গনী ও জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আব্দুর রাকিব এবং জেলা স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম এ অভিযান চালান।

এ সময় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের অপরাধে মহানগরীর ঘোষপাড়া এলাকার মেট্রো ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি টাকা আদায় করা ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করার অপরাধে সিপাইপাড়া এলাকার লাইফ সাইন ল্যাব অ্যান্ড ইমেজিং সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, অভিযানের পর রাজশাহীর ডেপুটি সিভিল সার্জন ডা. রাজিউল হক জানান, জেলায় ৪২০টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। যেগুলোর বেশিরভাগেরই লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। তাদের লাইসেন্স নবায়ন করে দেওয়া সম্ভব হয়নি। তবে যারা নবায়নের আবেদন করে রেখেছেন আপাতত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। আর যাদের লাইসেন্সই নেই কিংবা মেয়াদোত্তীর্ণ হলেও নবায়নের আবেদন করেননি- তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য শুরু হওয়া অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন রাজশাহীর ডেপুটি সিভিল সার্জন।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, মে ৩০, ২০২২
এসএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।