ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বুস্টার ডোজ সপ্তাহের প্রথম দিনে ভিড় নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জুন ৪, ২০২২
বুস্টার ডোজ সপ্তাহের প্রথম দিনে ভিড় নেই

ঢাকা: করোনা প্রতিরোধে দেশব্যাপী বুস্টার ডোজ কার্যক্রম শুরুর প্রথম দিনে টিকাকেন্দ্রে নেই ভিড়। কেন্দ্রে এসে অপেক্ষা ছাড়াই টিকা পাচ্ছেন আগতরা।

শনিবার (৪ জুন) দুপুরে রাজধানীর শেওড়াপাড়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড কার্যালয়ের টিকাকেন্দ্র পরিদর্শন করে এ চিত্র দেখা যায়।

টিকাদানকেন্দ্রে কর্মরত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, এই কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত প্রায় ৪০ জনের মতো টিকা নিয়েছেন।

টিকা গ্রহণকারী রায়হান বলেন, দ্বিতীয় ডোজ নেওয়ার দিন অনেক সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছিল। তবে আজ আসামাত্রই টিকা পেয়েছি।

টিকাদান কার্যক্রম প্রসঙ্গে উত্তর সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড সচিব মো. আবুল হাসেম বাংলানিউজকে বলেন, বুস্টার ডোজ উপলক্ষে আমরা গতকাল প্রতিটা মসজিদে ইমাম সাহেবদের মাধ্যমে প্রচারণা চালিয়েছি। প্রতিদিন আমাদের লক্ষ্যমাত্রা ৩০০ জনকে টিকা দেওয়া, তবে আজকে টিকাগ্রহীতার তেমন কোনো ভিড় নেই। যাদের দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার চার মাস অতিবাহিত হয়েছে, তাদের দ্রুত কেন্দ্রে এসে টিকা নেওয়ার আহ্বান জানাই।

শনিবার সকাল ৯টা থেকে সপ্তাহব্যাপী সারা দেশে করোনা টিকার বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রম চলবে আগামী ১০ জুন পর্যন্ত। সপ্তাহব্যাপী এ কার্যক্রমে এক কোটির বেশি মানুষকে বুস্টার ডোজ দেয়ার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের।

স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানা যায়, সারাদেশে মোট ১৬ হাজার ১৮১টি টিকাকেন্দ্রে বুস্টার ডোজ দেওয়া হবে। এর মধ্যে স্থায়ী কেন্দ্র ৬২৩টি ও অস্থায়ী কেন্দ্র ১৫ হাজার ৫৫৮টি। বুস্টার ডোজ সপ্তাহ চলাকালে ৪৫ হাজার ৫৩৫ জন টিকাদান কর্মী ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশগ্রহণ নিচ্ছেন।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুস্টার ডোজ ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব সব নাগরিক তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ কোভিড ভ্যাকসিন নিতে পারবেন। দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জুন ০৪, ২০২২
আরকেআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।