ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সংক্রমণ বাড়লে হাসপাতালে করোনা রোগী ও মৃত্যু বাড়বে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, জুন ১৪, ২০২২
সংক্রমণ বাড়লে হাসপাতালে করোনা রোগী ও মৃত্যু বাড়বে অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: দেশে করোনা সংক্রমণ বাড়ার প্রসঙ্গ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে বর্তমানে করোনায় মৃত্যু নেই, তবে সংক্রমণ বেড়ে গেলে মৃত্যুও বেড়ে যাবে।  

মঙ্গলবার (১৪ জুন) বিকেল ৪টায় রাজধানীর মহাখালীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) অডিটোরিয়ামে ‘ দ্য মুজিব হান্ড্রেড হেলথ রিসার্স গ্রান্টস ফর ওমেন ইন সাইন্স ইন বাংলাদেশ’ শীর্ষক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমাদের দেশে করোনা সংক্রমণ বাড়ছে। গত এক মাস সংক্রমণের হার শূন্য দশমিক ছয় শতাংশ ছিল, এখন সেটা দুই শতাংশের ওপরে উঠেছে। প্রতিদিন ৩০/৩৫ জন করোনা সংক্রমিত হত, এখন সেটা ১০০ এর ওপরে উঠেছে। করোনা পরীক্ষা আরও বেশি করলে, হয়তো আরও বেশি শনাক্ত হবে।

তিনি বলেন, করোনায় এখন আমরা ভালো আছি, আমাদের হাসপাতালে এখন তেমন করোনা রোগী নেই। সারাদেশের হাসপাতালে ২০ জন করোনা রোগীও ভর্তি নেই। আশার বিষয় এখন করোনায় কোনো মৃত্যুও নেই, তবে সংক্রমণ বেড়ে গেলে, হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়বে, মৃত্যুও বেড়ে যাবে।  

বুস্টার ডোজ টিকা নেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, আমি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কাজ কর্ম করতে বলবো, সামাজিক দূরত্ব যতটা মানা যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। মাস্ক পরা, হাত ধোয়া এবং যারা বুস্টার গ্রহণ করেনি, তারা যেন টিকা গ্রহণ করেন আমরা সেই আশা করি। আমরা বুস্টার ডোজের ক্যাম্পেইন করছি। এখনো অনেক লোক বুস্টার ডোজ গ্রহণ করেননি, যারা বুস্টার ডোজ গ্রহণ করেননি, তারা দ্রুত বুস্টার ডোজ টিকা নিয়ে নিন। যারা দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন, তারা সবাই বুস্টার ডোজ গ্রহণ করার জন্য এগিয়ে আসুন। বুস্টার ডোজ গ্রহণ করলে সবাই সুরক্ষিত এবং ভালো থাকবেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আইসিডিডিআরবির পাঁচ জন এবং দেশের বিভিন্ন প্রান্তের পাঁচ জন নারীকে তাদের কাজের জন্য প্রত্যেককে ৩৫ লাখ টাকা এবং সনদ দেওয়া হয়।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার খুরশিদ আলম, র‍্যামন ম্যাগনেসাই পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানি ড. ফেরদৌসী কাদরী, অধ্যাপক টি এ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুন ১৪, ২০২২
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।