ঢাকা, সোমবার, ৮ আশ্বিন ১৪৩১, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

না.গঞ্জে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১২ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জুন ২১, ২০২২
না.গঞ্জে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১২ জন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেছেন, চলতি বছরের জানুয়ারির পর জেলায় মঙ্গলবার সর্বোচ্চ ১২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সম্প্রতি করোনা বাড়ছে এবং তৃতীয় ঢেউয়ের শঙ্কা রয়েছে।

এখন যে ভ্যারিয়েন্ট তা ওমিক্রন এবং তা অপেক্ষাকৃত কম ক্ষতিকর, তবে দ্রুত ছড়ায়। সবাইকে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান এবং সব প্রতিষ্ঠানকে ‘নো মাস্ক, নো সার্ভিস’ এর প্রতি গুরুত্ব দিতে হবে।

মঙ্গলবার নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১২ জনের করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর বাংলানিউজের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি। এই আক্রান্ত ১২ জন আড়াইহাজার উপজেলা ব্যতিত বাকি উপজেলাগুলোতে শনাক্ত হয়। চলতি মাসে প্রায় ৩০ জন নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হন। এর অধিকাংশই আক্রান্ত হন ১৫ জুনের পর থেকে।

জেলা সিভিল সার্জন জানান, আমাদের অনেকের ঘরে ঘরে এখন ঠাণ্ডা জ্বর রয়েছে। আমরা এটা টেস্ট করি না। শুধুমাত্র বিদেশ যাত্রী ও প্রাতিষ্ঠানিক প্রয়োজন হলে আমরা টেস্ট করছি। এতে করে আমাদের আক্রান্ত তেমনভাবে শনাক্ত হচ্ছে না। তবে আমাদের ধারণা আক্রান্ত আরও বেশি। আরও বেশি টেস্ট হলে, আরও বেশি শনাক্ত হবে।

তিনি জানান, আমাদের এখনই উচিত ফের দ্রুত সতর্কতায় ফিরে যাওয়া। তৃতীয় ঢেউয়ের শঙ্কা আমরা করছি, সেই শঙ্কায় যেন আমরা ধাক্কা না খেয়ে যাই,  সে জন্য মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন করতে হবে। এটি বাৎসরিক করোনার ঢেউ, যা সারা বিশ্বে এখন আবার বেড়েছে, তারই অংশ।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, জুন ২১, ২০২২
এমআরপি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।