ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

না.গঞ্জে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ৪৭, ভর্তি ৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, জুন ২৮, ২০২২
না.গঞ্জে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ৪৭, ভর্তি ৯

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪৭ জন। আক্রান্ত বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ২৬ শতাংশ।


মঙ্গলবার (২৮ জুন) এ তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ২৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন মূলত ওমিক্রন ধরন ছড়াচ্ছে বলে আমাদের ধারণা। এটি দ্রুত ছড়ায় তবে অতটা ভয়ঙ্কর নয়। বছরের এ সময়টায় করোনার প্রকোপ বৃদ্ধি পায়।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে খানপুর ৩শ শয্যা হাসপাতালে ভর্তি আছেন ৯ জন। এছাড়াও হাসপাতালে আউটডোরেও চিকিৎসা নিচ্ছেন আক্রান্তরা।
খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার জানান, আমাদের নগরীতে এখন শতাধিক অ্যাকটিভ কেস (আক্রান্ত) আছে। ইতোমধ্যে ৯ জন হাসপাতালে ভর্তি আছেন। এছাড়াও নিয়মিত আক্রান্তরা চিকিৎসা সেবা নিচ্ছেন। পরিস্থিতি ক্রমেই অবনতি ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুন ২৮, ২০২২
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।