ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

নভেম্বরের পর শুধু বুস্টার ডোজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
নভেম্বরের পর শুধু বুস্টার ডোজ

ঢাকা: নভেম্বরের পর করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা আর দেওয়া হবে না। এরপর শুধু বুস্টার ডোজের কার্যক্রমই চলমান থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক।

মঙ্গলবার (২৬ জুলাই)  সকালে তিনি এ বিষয়টি নিশ্চিত করেছেন।

শামসুল হক বলেন, টিকা নেওয়ার ক্ষেত্রে মানুষের গড়িমসি লক্ষ্য করা যাচ্ছে। সরকার অনেক টাকা খরচ করে টিকা এনেছে। কিন্তু অনেকেই টিকা নিচ্ছে না।  

তিনি আরও বলেন, নভেম্বরের পর করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে না। তখন কেউ যদি বলেন আমাকে টিকা দেন, আমরা আর দিতে পারবো না।  কারণ আমাদের হাতে তখন টিকা থাকবে না। এছাড়া ওই সময়ে টিকার মেয়াদ শেষ হয়ে যাবে। আর নতুন করে টিকা কেনার সম্ভাবনাও কম। তবে বুস্টার ডোজ কার্যক্রম চলমান থাকবে।

শামসুল হক বলেন, আগস্ট থেকে ৫ থেকে ১১ বছর বয়সীদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে।

তিনি আরও বলেন, টিকা দেওয়ায় দেশে করোনা আক্রান্তের হার কমে গেছে, মৃত্যু কমে গেছে।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
আরকেআর/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।