ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

ভেদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ বছর পর সিজারিয়ান অপারেশন শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
ভেদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ বছর পর সিজারিয়ান অপারেশন শুরু

শরীয়তপুর: ১৯৮২ সালে নির্মাণের দীর্ঘ ৪০ বছর পর শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো বিনামূল্যে সিজারিয়ান অপারেশন।  

মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান ইবনে আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি আরও জানান, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ও এমপি নাহিম রাজ্জাকের প্রচেষ্টা এবং স্বাস্থ্য অধিদপ্তরের উপজেলা হেল্থ কেয়ার অপারেশনের প্ল্যানের লাইনডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর ও প্রোগ্রাম ম্যানেজার হাসিবুর রহমান ভূঁইয়ার সহযোগিতায় সোমবার (২৫ জুলাই) আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে সিজারিয়ান অপারেশন চালু করা সম্ভব হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান ইবনে আমিনের সার্বিক তত্ত্বাবধানে অপারেশন টিমে ছিলেন- ডা. মো. মাসুম আবিদ, ডা. তাসমিয়া প্রমি, ডা. আব্দুল্লাহ আল মামুন, ওয়ার্ড ইনচার্জ সাদিয়া আফরিন, স্টাফ নার্স নুরুন্নাহার।  

এছাড়া হাসপাতালের মেডিক্যাল অফিসার, সিনিয়র স্টাফ নার্সসহ সব স্টাফ উপস্থিত ছিলেন।

বিনামূল্যে সিজারিয়ান অপারেশন করা হয় কলি (২২) নামে এক অন্তঃসত্ত্বার। কলির স্বামী মো. রাজু বলেন, বিনামূল্যে সিজারিয়ান অপারেশন করাতে পারায় আমরা খুব খুশি।  

এ ব্যাপারে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান ইবনে আমিন বলেন, আমরা সিজারিয়ান অপারেশন ব্যবস্থা চালু করেছি। এর ফলে উপজেলার প্রত্যন্ত এলাকায় বসবাসকারী অন্তঃসত্ত্বাদের আর শহরের হাসপাতাল ও ক্লিনিকের ওপর নির্ভর করতে হবে না।  

এছাড়া গত ১৩ এপ্রিল এখানে চালু হয়েছে প্যাথলজি ল্যাব। যেখানে ইসিজি ও আল্ট্রাসনোগ্রামসহ ২০ রকমের পরীক্ষা করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।