ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

বরিশালের দুই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সচিব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ১, ২০২২
বরিশালের দুই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সচিব

বরিশাল: বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।

সোমবার (১ আগস্ট) দুপুরে প্রথমেই গৌরনদী ও পরে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি।

এ সময় সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার তৃণমূল জনগণের মধ্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বিশ্বাস, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. সামিউল ইসলাম, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হুমায়ুন শাহিন খান, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপিন চন্দ্র, সিভিল সার্জন মারিয়া হাসান, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল বেরুনী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান, বখতিয়ার আল মামুন, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার, গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০২২
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।