ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

সরকারি হাসপাতাল মেরামতে কাঠের বদলে ‘গজ-ব্যান্ডেজ’

বদরুল আলম, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
সরকারি হাসপাতাল মেরামতে কাঠের বদলে ‘গজ-ব্যান্ডেজ’

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র মেরামতের সময় দরজার ফ্রেমে কাঠের পরিবর্তে তুলা ও গজ ব্যান্ডেজ ব্যবহার করা হয়েছে।  

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এ প্রকল্পের কাজ বাস্তবায়িত হয়েছে।

সরকারি এ প্রকল্পটিতে আরও নানা অনিয়ম ধরা পড়ায় উদ্বেগ প্রকাশ করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
 
জানা গেছে, চলতি অর্থবছরে সাত লাখ টাকায় এ কেন্দ্রটি মেরামতের কাজ বাস্তবায়ন করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ চলাকালে স্থানীয়রা অনিয়মের প্রতিবাদ জানালেও সংশ্লিষ্টরা এতে পাত্তা দেননি।
 
সরেজমিনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটিতে দেখা যায়, দরজার ফ্রেমে কাঠের বদলে গজ আর তুলা ব্যবহার করা হয়েছে। এজন্য মেরামতের এক মাসের মধ্যেই ফ্রেমে ফাঁটল দেখা দিয়েছে। অনিয়ম ধরা পড়েছে বৈদ্যুতিক লাইন মেরামতেও।
 
সংশ্লিষ্টর জানান, ছাদ মেরামতে অপর্যাপ্ত কাজ করায় বৃষ্টি এলে ভবনের ভেতরে ফোটা ফোটা পানি পড়ে। অথচ ভবনের দেওয়াল নিচের দিক থেকে তিনটি টাইলস বসানো সত্ত্বেও অপ্রয়োজনীয়ভাবে ওপরে আরও দু’টি করে টাইলস বসিয়ে প্রকল্পের টাকার অপব্যয় করা হয়েছে। এসব বিষয় প্রতীয়মান হলে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়। কিন্তু এতে তারা কর্ণপাত করেননি।
 
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালে দায়িত্বরত একজন বলেন, এ সাত লাখ টাকার প্রকল্পে আমাদের সমস্যা সমাধানের পরিবর্তে উল্টো নতুন সমস্যা যোগ হয়েছে। ছাদ দিয়ে পানি পড়ে, দরজায় পোকা ধরেছে, ফ্রেমে কাঠের পরিবর্তে তুলা ও গজ দেওয়ায় এতে ফাটল ধরেছে। মেরামত কাজে অনিয়মের কারণে দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক সংযোগও বন্ধ।
 
এ বিষয়ে হবিগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক মীর সাজেদুর রহমান বলেন, অনিয়মের বিষয়টি জানার পর আমি গিয়ে পরিদর্শন করেছি। কাজে যথেষ্ট গাফিলতি রয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে বার বার জানালেও প্রতিকার পাওয়া যাচ্ছে না।
 
হবিগঞ্জ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শামীম আহমেদ বাংলানিউজকে বলেন, কাঠের পরিবর্তে তুলা ও গজ ব্যান্ডেজ ব্যবহারের বিষয়টি হয়েছে ঠিকাদারের অসতর্কতার কারণে। শ্রমিকরা এমনটি করেছেন। এ ছাড়া বিদ্যুতের সমস্যার বিষয়টি ধরা পড়েছে কাজ শেষ হওয়ার পরে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।