ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

নেত্রকোনায় শিশুদের টিকাদান কার্যক্রম উদ্বোধন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
নেত্রকোনায় শিশুদের টিকাদান কার্যক্রম উদ্বোধন 

নেত্রকোনা: করোনা ভাইরাস প্রতিরোধে নেত্রকোনায় ৫ থেকে ১১ বছর বয়সের শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে শহরের নাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

 

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া, পুলিশ সুপার ফয়েজ আহমেদসহ অন্যরা।
 
সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা জানান, জেলার সব উপজেলায় একযোগে ৪৮টি টিকাকেন্দ্রে (ফাইজারের বায়োএনটেক) টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দেওয়া হবে এই টিকা। চলবে ১২দিন পর্যন্ত। জেলায় ২ হাজার ৬শর বেশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে মোট ৪ লাখ ১৫ হাজার শিশুকে এই টিকা কার্যক্রমের আওতায় আনা হবে।  

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।