ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী, পরিস্থিতি অবনতির আশঙ্কা  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী, পরিস্থিতি অবনতির আশঙ্কা   ডেঙ্গুজ্বরে আক্রান্তদের মধ্যে শিশুরাও রয়েছে। ছবি: রাজীন চৌধূরী

ঢাকা: সারাদেশে শহর থেকে গ্রামে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। একই সঙ্গে বাড়ছে মৃত্যুও।

হাসপাতালগুলোতেও বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। সবাই সম্মিলিতভাবে ডেঙ্গু মোকাবিলা না করলে পরিস্তিতি আরও অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।  

বুধবার (১৯ অক্টোবর) জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৮৬৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৬৫ জন এবং ঢাকার বাইরে সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৯ জন ডেঙ্গু রোগী।

বর্তমানে সারাদেশে সর্বমোট তিন হাজার ৩০৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে দুই হাজার ২৪৭ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রয়েছে এক হাজার ৫৭ জন ডেঙ্গু রোগী।

এবছর ১ জানুয়ারি থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২৭ হাজার ৮০২ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২০ হাজার ৬৩ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট সাত হাজার ৭৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে এবং এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১০৬ জনের মৃত্যু হয়েছে।  

চলতি বছরের জুনে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউটে ডেঙ্গু রোগীর চিকিৎসায় ১২ শয্যা বরাদ্দ ছিল। রোগী বেড়ে যাওয়ায় সেপ্টেম্বর মাসে ৫০ শয্যার ডেঙ্গু সেল গঠন করা হয়। তারপরও রোগী সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালটি।
বুধবার (১৯ অক্টোবর) শিশু হাসপাতাল ও ইন্সটিটিউটে ৫০টি শয্যার বিপরীতে ৭২ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ১৪ জন ডেঙ্গুরোগী। আইসিইউতে ৭ জন ভর্তি আছে। এবছর হাসপাতালটিতে মোট ৬৯০ জন রোগী ভর্তি হয়েছে এবং ১৩ জনের মৃত্যু হয়েছে।  

এদিন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউটে সরেজমিনে দেখা যায়, বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। দুই তিন মাসের শিশু থেকে শুরু বিভিন্ন বয়সের ডেঙ্গু রোগী ভর্তী ররেছে। ডেঙ্গু ওয়ার্ড ছাড়াও অন্যান্য ওয়ার্ডেও দেওয়া হচ্ছে ডেঙ্গু রোগীদের চিকিৎসা।

অন্যান্য ওয়ার্ডে ডেঙ্গু রোগী কেন জানতে চাইলে হাসাপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে জানা যায়, কেউ ডেঙ্গু রোগে আক্তান্ত হয়ে আসলে, তাকে যেখানে শয্যা খালি থাকছে সেখানেই ভর্তি করে দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তীতে ডেঙ্গু ওয়ার্ডে সিট খালি হলে তাকে সেখানে স্থানান্তর করা হচ্ছে।

বাংলাদেশ শিশু হাসপাতাল এবং ইনস্টিটিউটের ডেঙ্গু সেলের ইনচার্জ এবং শিশু বিশেষজ্ঞ ডা. ফারহানা আহমেদ বাংলানিউজকে বলেন, গত এক দুই মাস থেকে ডেঙ্গু রোগী আশঙ্কাজনক হারে বাড়ছে। দুই তিন মাসের শিশু থেকে শুরু করে সবাই আক্রান্ত হচ্ছে। তবে যারা দ্বিতীয় কিংবা দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে তাদের ঝূঁকি বেশি। এছাড়াও যাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা যেমন হার্টের, কিডনি, থ্যালাসেমিয়ার কিংবা অ্যাজমার অসুখ আছে, তাদের ঝুঁকিও বেশি। এমনকি আইসিইউতে পর্যন্ত ভর্তি করতে হচ্ছে। এছাড়াও এবার আমরা দেখতে পাচ্ছি যারা স্থূলকায় শিশু রয়েছে তাদের মধ্যেও ঝুঁকি আশঙ্কাজনক হারে বেড়েছে।  

ডেঙ্গু থেকে বাঁচতে করণীয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, শিশুদের দিনে পাঁচ থেকে ছয় বারের কম প্রস্রাব হলে, পায়খানার সঙ্গে রক্ত বের হলে, বমি বা পেটে ব্যথা হলে দ্রুত হাসপাতালে নিতে হবে। কারও লক্ষণ দেখা দিলে পরীক্ষা করে ডেঙ্গু কিনা নিশ্চিত হতে হবে। ডেঙ্গু হলে বারবার তরল জাতীয় খাবার খাওয়াতে হবে। যত দ্রুত সম্ভব হাসপাতালে কিংবা বাসায় চিকিৎসা দেওয়া যায় ততই শিশুদের ক্ষতির আশঙ্কা কমে যায়।

চিকিৎসকদের পাশাপাশি প্রতিটা বাবা মা এবং সাধারণ জনগণকে ডেঙ্গু বিষয়ে প্রতিরোধ এবং সচেতনতা গড়ে তুলতে হবে। অন্যথায় ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা মুশকিল হয়ে যাবে বলেও জানান এ চিকিৎসক।

অপরদিকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৫৮ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং সর্বমোট ১৪০ জন রোগী বর্তমানে হাসাপাতালে ভর্তি রয়েছেন।

মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. নিয়াতুজ্জামান বাংলানিউজকে বলেন, গতবছর অক্টোবরের তুলনায় এবছর অক্টোবরে ডেঙ্গু রোগীর চাপ বেশি রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ডাক্তার চিকিৎসা দেবে, রোগীকেও সচেতন হতে হবে। পাশাপাশি ডেঙ্গুর হটস্পটগুলোতে মশা নিধন জোরদার করতে হবে। সঠিক সময়ে হাসপাতালে আসতে হবে এবং সঠিক চিকিৎসা নিতে হবে। লক্ষণ দেখা দেওয়ার পরও বাসায় বসে থেকে নিচের বিপদ ডেকে না আনাই ভালো।

শুধু বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট কিংবা মুগদা জেনারেল হাসপাতাল নয়, রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ডেঙ্গু রোগীদের জন্য নির্ধারিত অন্য হাসপাতালগুলোও।

সোমবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত এডিস মশাবাহিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক এক সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ডা. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার ডেঙ্গু রোগীদের শয্যা সংকটের কথা স্বীকার করেছেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা নিরোধ ও ডেঙ্গুর হটস্পটে অভিযান চালানোর আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

হেলথ অ্যান্ড হোপ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বর্তমান ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে বাংলানিউজকে বলেন, এবারের ডেঙ্গুর ধরনটা অন্যান্য বছরের তুলনায় ভিন্ন। এবছর ডেঙ্গু শহর থেকে গ্রাম এবং পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়েছে। ডেঙ্গু মশা ইতোমধ্যে তার সংক্রমণের ধরন বদলে ফেলেছে। আগে এডিস মশা শুধু সকালে এবং সন্ধ্যায় কামড় দিত, কিন্তু এখন সারাদিন এডিস মশা কামড়াচ্ছে। যার ফলে এবার শিশু এবং বয়স্কদের মধ্যেও ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি দেখা যাচ্ছে। যদি আর বৃষ্টিপাত না হয় তাহলে এক থেকে দুই সপ্তাহের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে, আর যদি বৃষ্টি হয়, তাহলে ডেঙ্গু বাড়তেই থাকবে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২২
আরকেআর


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।