ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

নভেম্বরে কমতে পারে ডেঙ্গুর প্রকোপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
নভেম্বরে কমতে পারে ডেঙ্গুর প্রকোপ

ঢাকা: অক্টোবরের শেষ দিকে কিংবা নভেম্বরের শুরুতে ডেঙ্গুর প্রকোপ কমতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।  

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস ট্রান্সমিটেড ডিজিজেস (এটিডিএস) নিয়ন্ত্রণ কর্মসূচি আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন তিনি।

ডা. নাজমুল ইসলাম বলেন, অক্টোবরের শেষ দিকে কিংবা নভেম্বরের শুরুতে ডেঙ্গুর প্রকোপ কমতে পারে। তবে এডিস মশার জন্ম সহায়ক পরিবেশ যেমন বৃষ্টিপাত না হলে খুব দ্রুত এর প্রাদুর্ভাব কমবে।  

তিনি আরও বলেন, এ বছর থেমে থেমে দীর্ঘ সময় ধরে বৃষ্টিপাত হয়েছে। ফলে বর্ষার বৃষ্টিপাত ও বিভিন্ন উন্নয়ন কর্মাকাণ্ডের ফলে মশার প্রজনন ক্ষেত্র বেড়েছে। জলবায়ু পরিবর্তন ও সচেতনতার অভাবেই এবার বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। যথা সময়ে চিকিৎসকের কাছে না আসা ও অবহেলার কারণেই ডেঙ্গুতে মৃত্যু ঘটেছে।  

রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলেন, হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে তবে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের চিকিৎসায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। যথা সময়ে চিকিৎসকের শরণাপন্ন হলে ডেঙ্গু রোগীর মৃত্যু অনেক কমে আসবে। যেকোনো ধরনের জ্বরকে অবহেলা করার কোনো সুযোগ নেই। জ্বর হলে চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিতে হবে। পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হলে যে ব্যবস্থা দেওয়া হবে সেটিকে শতভাগ অনুসরণ করতে হবে। ডেঙ্গুর বিপদের লক্ষণগুলো দেখলে দেরি না করে হাসপাতালে নিতে হবে রোগীকে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
আরকেআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।