ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

রাজশাহীতে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
রাজশাহীতে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও দুই জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

 

শনিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সামেনা  (৩৯) ও পাবনার সুজানগর উপজেলার কামরুল (২৮)। সকালে তাদের মরদেহ নিয়ে গেছে পরিবার।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম ইয়াজদানী বলেন, রামেক হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন আরও ১২ জন। এ পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৩ জন।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছে ৪ রোগী। তবে রাজশাহী জেলায় ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক কম।

তিনি বলেন, অন্যান্য জেলা থেকে আক্রান্ত হয়ে রামেকে চিকিৎসা নিচ্ছেন অনেকে। হাসপাতালের ১০টি ওয়ার্ডে চলছে তাদের চিকিৎসা। তবে এজনকে আইসিইউতে রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় এখানে দুই জনের মৃত্যু হয়েছে।  

রামেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হলো বলে জানান পরিচালক।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।