ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

স্বাস্থ্য

শেবাচিম হাসপাতালে ডেঙ্গুতে কিশোরসহ দু’জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২
শেবাচিম হাসপাতালে ডেঙ্গুতে কিশোরসহ দু’জনের মৃত্যু

বরিশাল: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু আক্রান্ত কিশোরসহ দুজনের মৃত্যু হয়েছে।

রোববার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় চিকিৎসাধীন কিশোর মো. সানি সরদারের (১২) মৃত্যু হয়।

এ নিয়ে গত জানুয়ারি থেকে রোববার পর্যন্ত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় কিশোরসহ দু’জনের মৃত্যু হয়েছে বলে বরিশাল হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে আরও ২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। হাসপাতাল থেকে ২১ রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।

বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭১ জন।

তিনি আরও জানান, গত ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত ৯ জন রোগীর মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
এমএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।